1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীর দূর্গম চরে বিপুল পরিমান হেরোইনসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক
আপলোড সময় : ২১-১২-২০২৩ ১০:২১:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৩ ১০:২১:০১ অপরাহ্ন
গোদাগাড়ীর দূর্গম চরে বিপুল পরিমান   হেরোইনসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক: সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক রাজশাহীর গোদাগাড়ীর দূর্গম চর হনুমন্তনগর হতে ৫ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ কাজিম উদ্দিন ও তৈয়ব’কে গ্রেফতার করেছে র‌্যাব।

২১ ডিসেম্বর  রাত-৪.১৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নস্থ চর হনুমন্তনগর নামক এলাকায় সিপিএসসি, র‌্যাব-৫ অপারেশন পরিচালনা করে -৫ কেজি ২০০ গ্রাম হিরোইন মোবাইল-১টি, সীম-১ টি, নগদ-১,১০,০০০/-টাকা উদ্ধার করেন এবং মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন ও মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এর ছোট ছেলে, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করা হয়।


রাজশাহীর গোদাগাড়ী ও এর সংলগ্ন পদ্মার ওপারে প্রত্যন্ত চর অঞ্চলগুলো হেরোইন পাচারের একটি বড় রুট হিসেব ব্যবহৃত হয়। একারণে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল এই এলাকাগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির আওতায় রাখে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে ২০/১২/২০২৩ তারিখ গোদাগাড়ীর চর হনুমন্তনগরে হেরোইন এর একটি বড় চালান পাচার করবে মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব নামের একজন ব্যক্তি।

আরো জানা যায় তিনি গত রাতে পদ্মা নদীর সীমন্তবর্তী এলাকায় অবস্থান করছিল এবং গত রাতে কোন এক সময়ে সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচারের উদ্দেশ্যে তার বাড়ীতে নিয়ে এসেছে। এই তথ্য প্রাপ্তির সাথে সাথে র‌্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল দুইটি ভাগে বিভক্ত হয়ে প্রায় দুই ঘন্টা নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে চর হনুমন্তনগরে পৌছায়। পরবর্তীতে আভিযানিক দল প্রায় এক ঘন্টা পায়ে হেটে আটককৃত মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এর বাড়ীর এলাকায় পৌছে তার বাড়ী সনাক্ত করে।


নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে আভিযানিক দল তাকে এবং তার ছোট ছেলে কে আটক করে হেরোইন এর চালান সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত ব্যক্তি, তার বসতবাড়ীর ভিতরে অবস্থিত বাথরুমের ভিতর গোখাদ্যসহ বিভিন্ন মালামাল রাখার আড়ালে কীটনাশক স্প্রে মেশিনের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২০০ গ্রাম হেরোইন বের করে দেয়। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের সময় কাজিম উদ্দিন @ তৈয়ব তার বাড়ীর দক্ষিণে অবস্থিত তার খড়ের বড় স্তূপের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০৫ কেজি হেরোইন বের করে দেয়। এরই সাথে তার বাড়ী তল্লাশীর সময় তার একটি বাংলাদেশী পাসপোর্ট ও একটি ছোট ডায়েরী পাওয়া যায়, যার ভিতরে তার মাদকের বিভিন্ন চালান সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য লিখিত অবস্থায় সংরক্ষিত আছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এবং তার ছোট ছেলে সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন @ তৈয়ব এর মাদকের চালান সংগ্রহ করার বাইরেও মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টেন্ট এর কাজ করত তার ছোট ছেলে। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে।


এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় বিপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে তথ্য দেয়। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই রকম অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আসামীর বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ