1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১২-২০২৩ ১১:২৪:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৩ ১১:২৪:১৫ অপরাহ্ন
পুঠিয়ায়  ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়ার গড়াগাছীর বিলে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার মঙ্গলপাড়া গড়াগাছীর মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার প্রায় ৩শ জন কৃষক ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রেখে কৃষক আব্দুল গাফফার ও ব্যবসায়ী খোরশেদ বলেন, প্রায় ২শ একর জমি রয়েছে এই মাঠে। প্রায় দেড় হাজার কৃষকের সংসার চলে এই মাঠের ফসল উৎপাদন করে। বিগত দিনে কয়েকটি পুকুর খনন হওয়ার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই মাঠে নতুন করে তিন ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি নিয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তি। নতুন করে এই মাঠে পুকুর খনন হলে মাঠ জুড়ে জলাবদ্ধতা ও বর্ষায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন তারা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল বাসার, জহুরুল ইসলাম, ফজলুর রহমান, সলেমান মন্ডল, মফিজ উদ্দিন, আনিছুর রহমান, রফিক মোল্লা প্রমুখ।

এসময় কৃষক তরিকুল ইসলাম জানান, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে এই মাঠে দুজন ভূমিদস্যু এস্কেবেটোর মেশিন (ভেকু) নামানোর চেষ্ঠা করে, সে সময় এলাকাবাসী বাধা দেয়। এরপর তারা আমাদের নামে মিথ্যা ভেকু ভাংচুর ও চাঁদাদাবীর মামলা করেন। আমরা এলাকাবাসী প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি, আমাদের এলাকায় তিন ফসলী জমিতে পুকুর খনন করতে দেওয়া হবে না। আর আমাদের নামে থানায় যে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানান।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ,কে, এম নূর হোসেন নির্ঝর জানিয়েছেন, তিন ফসলি কৃষি জমিতে কোন ভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। কেউ পুকুর খননের প্রস্তুতি নিয়ে থাকলেও তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ