রাজশাহী-৫ আসনে ভোটের মাঠে দোড়ঝাপ সতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                    
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ৩০-১২-২০২৩ ১১:১১:১২ পূর্বাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ৩০-১২-২০২৩ ১১:২৯:১৬ পূর্বাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                 
                                  
                             
                            
                            
                            
                                
স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে ঈগল প্রতীক নিয়ে প্রচারে নেমে জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান।
৫৬ রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান প্রতীক পাওয়ার পর থেকেই গণসংযোগ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিগতাই শুক্রবার বিকালে পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন ও ঝালুকা ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ করেন তিনি। সরজমিনে দেখা যায়, যেখানেই প্রাচরণায় যাচ্ছেন তিনি, সেখানেই গণজোয়ার। তাকে স্বগত জানাতে লাইনে দাড়িয়ে ওবায়দুর ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, ঈগল ঈগল শ্লোগাণে ব্যাস্ত হয়ে পড়ছে তরুণ সহ সর্বস্থরের জনগন৷ তবে তার প্রচারণার স্থান গুলোতে সাধারণ মানুষের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে৷ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান, আমাদের এলাকায় ঈগলের পক্ষে কাজ করে যাচ্ছে সবাই। যদি ভোট দেয়ার সুযোগ পাই, তাহলে ঈগলেই ভোট দিবো।
কিছু মানুষ নৌকার পক্ষে বললেও ঈগলের জনপ্রিয়তা এবার বেশি৷ আওয়ামীলীগের ত্যাগী নেতারাও তার পক্ষে প্রচারণায় ব্যাস্ত৷ ঈগলের সতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, করোণার সময় কেউ পাশে থাকেনি। আমি জীবন বাজী রেখে আপনাদের পাশে এসেছি। পৌছে দিয়েছি খাদ্য বস্ত্রসহ নানা উপকরণ।
তিনি বলেন, এখন তো সেই করোনা ভাইরাস নাই৷ এখন তো সবসময় পাবেন৷ সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে, ন্যায় নীতি নিষ্ঠার সাথে কাজ করবো। তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ অন্যায় কোনো কাজ বা আবদার নিয়ে আমার কাছে যাবেন না৷ এলাকার উন্নয়ন যেনো হয় সেই সব কাজ আমাকে জানাবেন৷ আমি যথার্থ চেষ্টা করে যাবো উন্নয়নের৷
এসময় তিনি তার সমর্থকদের উপর বিভিন্ন জায়গায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে। যেখানে আমার কর্মীদের মারধর করা হয়েছে। সেখানেই আমরা আইনগত ব্যাবস্থা পেয়েছি৷ এদিকে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরে সতন্ত্রপ্রার্থীর অফিসকে কেন্দ্র করে ককটেল বিস্ফরণ ঘটায় দূর্বৃত্তরা৷
পুঠিয়ার বেলপুকুর ইউনিয়নে কামার ধাদাশ গ্রামে আচরণবিধি লঙ্ঘন করে নৌকার অফিস করায় একজনকে ৫০০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) । উল্লেখ্য, পুঠিয়া দুর্গাপুরে নৌকা প্রতিকে মনোনীত প্রার্থী আব্দল ওয়াদুদ ও অন্যন্য প্রতিকে আরও দুজন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন৷
                            
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
 
 কমেন্ট বক্স