1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ামতপুরে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোট দিতে চাচ্ছে ভোটাররা

আপলোড সময় : ০৭-০১-২০২৪ ১১:৩৪:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০১-২০২৪ ১১:৩৪:২৪ পূর্বাহ্ন
নিয়ামতপুরে তীব্র শীত ও কুয়াশা  উপেক্ষা করে ভোট দিতে চাচ্ছে ভোটাররা

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোট প্রয়োগ করতে এসেছেন সাধারণ ভোটাররা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার (৭ জানয়ারি) শীত উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটাররা নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রে ভিড় করেছেন।

ভোটাররা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলারর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আব্দুস সাত্তার নামের এক ভোটার বলেন, প্রতিবার আমি সকালেই ভোট দিই। আজকেও সকাল সকাল ভোট দিয়ে দিলাম।

চিত্তরঞ্জন প্রামানিক নামের এক ভোটার বলেন, আনন্দ করে ভোট দিলাম। ভোট কেন্দ্রে কোন সমস্যা নেই। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। সকাল সাড়ে আটটায় ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন অশীতিপর বৃদ্ধা ভবানী বালা। তাঁর সঙ্গে এসেছিলেন মেয়ে শেফালি। তিনি জানালেন, তাঁর মা একা আসতে পারবেন না। তাই সঙ্গে নিয়ে এসেছেন। মাকে ভোট দিতে সহায়তা করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ২ লক্ষ ৮ হাজার ৪৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ