1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাষ্টার সাহেবের কান্ড দেখুন, ধার দেওয়া টাকা তুলতে করেছে হালখাতা

আন্তর্জাতিক ডেস্ক
আপলোড সময় : ১২-০১-২০২৪ ১১:৪৩:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৪ ১১:৪৩:১৫ অপরাহ্ন
মাষ্টার সাহেবের কান্ড দেখুন, ধার দেওয়া  টাকা তুলতে করেছে হালখাতা

লাইফস্টাইল: যুগ যুগ ধরে দোকানের ‘বাকি খাতার’ টাকা তুলতে হালখাতার আয়োজন করা হলেও কুড়িগ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ধার দেয়া টাকা তুলতে এক শিক্ষক করেছে হালখাতার আয়োজন ।

জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল তিনি ধার দেয়া টাকা তুলতে করেছেন হালখাতার আয়োজন। আর এ হালখাতায় সাড়া দিয়েছেন টাকা ধার নেয়া পরিচিতজন।

যে কেউ দেখে প্রথমে এ আয়োজনকে যেকোনো অনুষ্ঠান মনে করলেও এটি আসলে ধারের টাকা উত্তোলনে হালখাতার আয়োজন। পরিচিতজন ও বন্ধুদের বিনা শর্তে ধার দেয়া টাকা উত্তোলনে এই আয়োজন। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরের পর ভূরুঙ্গামারী উপজেলার কুড়িগ্রাম-সোনাহাট সড়কের অন্ধারীরঝাড় বাজারে ছামিয়ানা টাঙিয়ে টেবিল চেয়ার নিয়ে বসে আছেন টাকা ধার দেয়া ‘মহাজন’ শিক্ষক আব্দুল আউয়াল সরকার। এ হালখাতায় টাকা ধার নেয়া ব্যক্তিরা এসে শিক্ষকের হাতে টাকা তুলে দিয়ে পরিশোধ করে সারছেন দায়। আর খাতায় তালিকা করে টাকা গুণে নিয়ে হাতে তুলে দিচ্ছেন বিরিয়ানীর প্যাকেট।

ধার দেয়া টাকা লজ্জায় চাইতে না পেরে দোকানের হালখাতা খেতে গিয়ে এ চিন্তা মাথায় আসে বলে জানান শিক্ষক আব্দুল আউয়াল সরকার টাকা আদায়ে ব্যতিক্রমী পন্থা হালখাতা! অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে পরোপকারী আব্দুল আউয়াল সরকারের কাছে ধার নেয়া টাকা ফেরত দিতে পেরে খুশি সুপরিচিতজন ও বন্ধুরা।


তারা জানান, বর্তমান সময়ে ধার নেয়া টাকা কেউ ফেরত দিতে চান না। তার এ ধারের হালখাতার মাধ্যমে বিপদে-আপদে ধার নেয়ার প্রচলনটি টিকে থাকবে বলে মনে করছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ