1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিভাগীয় শহর রাজশাহীতে আজ

আপলোড সময় : ২১-০১-২০২৪ ১০:৫৩:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৪ ১০:৫৩:০৬ অপরাহ্ন
চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিভাগীয় শহর রাজশাহীতে আজ

রাজশাহী: রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রবিবার। দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বিভাগীয় শহর রাজশাহীতে।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।


এছাড়া আজ সকালে একই তাপমাত্রার রেকর্ড করা হয়েছে, উত্তরাঞ্চলের জেলা শহর পাবনা ও নওগাঁতেও। অর্থাৎ রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ ভোর থেকেই শীতের তীব্রতা আরও বেড়েছে।


ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় মোড়া ছিল পুরো রাজশাহী। সকাল ১০টার পর কুয়াশার চাদর ভেঙে সূর্যের দেখা মিললেও কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে সূর্যের সেই কিরণ শীতার্ত মানুষগুলোর শরীরে উষ্ণতা ছড়াতে পারেনি। শীতের এই তীব্রতায় রাজশাহীর মাধ্যমিক বিদ্যালয়গুলো দুই দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগের দিন শনিবার (২০ জানুয়ারি) রাজশাহী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর তার আগের দিন শুক্রবার (১৯ জানুয়ারি) ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছিল শনিবার।

এরপর আজ তাপমাত্রা কমল দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসাবে ধরা হয়।


তাই শনিবার (২০ জানুয়ারি) থেকেই উত্তরের এই জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।


রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানাযায়, আজ ভোর ৬টায় এবং সকাল ৯টায় একই তাপমাত্রা ছিল। এ সময় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে ১৩ জানুয়ারি রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তারপর আজই প্রথম তাপমাত্রার পারদ আরও নিচে নামল। শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (মাউশি) রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহীর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই মাউশির পূর্ব নির্দেশনা অনুযায়ী এ দুইদিন রাজশাহীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।


এদিকে ঘন কুয়াশার কারণে আজ ভোরেও প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। টানা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষগুলোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী রূপ নিলে রাজশাহীর কৃষিতে ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা।

এ সময়ে এসে কুয়াশার কারণে বরাবরই বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে জমির বোরোতে কোল্ড ইনজুরি ও আলুতে লেট ব্লাইট (পচন) দেখা দেয়। তবে পরিস্থিতি মোকাবিলায় এবার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ