1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০৭:২৪:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০৭:২৪:২৮ অপরাহ্ন
বাগমারায় ফসলি জমিতে পুকুর খননের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় হাইকোর্টের আদেশ অমান্য করে তিন ফসলি জমিতে পুকুর খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাড়িয়া ইউনিয়ের কয়েকটি গ্রামের কয়েকশত মানুষ।

সোমবার দুপুরে ঘন্টাব্যাপী মহিষার বিলের সামনের সড়কে কয়েকশত মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গাঙ্গোপাড়া মহিষার বিলে জমি ছিলো ৪০০ বিঘা। এর মধ্যে পুকুর খনন করে ইতিমধ্যে সেই বিলের ২৫০ বিঘা জমি দখল করে ফেলা হয়েছে। বাকি ১০০ বিঘা জমিতেও পুকুর খননের চেষ্টা করছে একই গ্রামের পুকুর ব্যবসায়ী মাহাবুর, আজাহার, সালেক ও চঞ্চল। তারা গতকাল রোববার দীঘি খননের ভেকু মেশিন নিয়ে বিলে নেমে খনন করার চেষ্টা করে। তখন জনতার প্রতিবাদে তারা পুকুর খনন থেকে সরে আসতে বাধ্য হয়।

কিন্তু তাদের পুকুর খননের চেষ্টা অব্যাহত আছে। বক্তারা বলেন, পুকুর খনন করা হলে তেলিপুকুর, গাঙ্গোপাড়া, মারিয়া, হাজরাপাড়া, চাম্পাকুড়ি, লাড়ুপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিলে পুকুর খনন করা হলে খননের কারণে বর্ষার পানিতে জলাবদ্ধতা তৈরি হয়ে উঁচু জমিসহ গ্রামগুলো প্লাবিত হবে। ফলে উঁচু জমির ফসল নষ্ট হওয়ার সাথে সাথে গ্রামগুলোতে মানুষের বসবাস দুঃসাধ্য হয়ে পড়বে।

তাই পুকুর খনন বন্ধে প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ