1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবির নির্মাণাধীন ভবনের একাংশ ধস, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০২:২০:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০২:৪৩:০৬ অপরাহ্ন
রাবির নির্মাণাধীন ভবনের একাংশ ধস, আহত ৬ ছবি- সোনালী রাজশাহী

 রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান হলের প্রথম তলার ছাদের একাংশ ধ্বসে পড়েছে।

এতে আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ৩ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোনের বিমগুলো ধ্বসে পড়েছে। মঙ্গলবার সকালে ঢালাই করা ছাদ, ছিটকে পড়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।


এ ঘটনায় ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মোঃ রাসেল(৩৩) বলেন, আমরা ৯ জন সেখানে কাজ করছিলাম। হঠাৎ করে বিকট শব্দ শুনি। এরপর আমরা পড়ে যায়‌। আমি মুখে সামান্য ব্যাথা পেয়েছি। তবে, কয়েকজন গুরতর আহত হয়েছেন। নিচে কেউ চাপা পড়েছে কিনা আমার জানা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এসময় অনাকাঙ্ক্ষিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আমরা বিস্তারিত জানাবো।


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সাথে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ আগে, পরে আমরা বিস্তারিত জানাবো।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ