1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ থ্রী-হুইলার ও বাসের সংঘর্ষে মা -মেয়ের মৃতু:আহত ৫

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০২-২০২৪ ০৬:০৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০২-২০২৪ ০৬:০৫:৩৭ অপরাহ্ন
নিষিদ্ধ থ্রী-হুইলার ও বাসের সংঘর্ষে  মা -মেয়ের মৃতু:আহত ৫
 
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃতু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫ জন।

বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-পাবনা জেলার সাথিয়া থানার নরিন্দা গ্রামের সুধা সুত্রধরের স্ত্রী মিতু সুত্রধর (৩০) ও তার মেয়ে ইচ্ছে মনি(৭)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওয়াদুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাঘাবাড়ি থেকে পাচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা শাহজাদপুর আসার পথে ঢাকা-পাবনা মহাসড়কের মাদলা এলাকায় পৌছলে বিপরীতমুখি একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। আহত হয় এক শিশুসহ আরও অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় হাসপাতালে প্রেরন করা হয়।

উল্লেখ্য: নির্দেশানুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার সহ অযান্ত্রিক যানবাহ চলাচল নিষিদ্ধ থাকলেও উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা,সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা সহ অযান্ত্রিক যানবাহ।

এসব যানবাহনের চালকসহ অধিকাংশ গাড়িরই নেই কোনো বৈধ কাগজপত্র। ফলে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। যাতে প্রাণহানী সহ পুঙ্গুত্তের শিকার হচ্ছে নানা শ্রেণী- পেশার মানুষ। সড়ক দুর্ঘটনায় রোধে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ