1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র  নিয়েছেন যারা

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০৭-০২-২০২৪ ০১:০৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০২-২০২৪ ০১:০৮:০৫ অপরাহ্ন
সংরক্ষিত আসনে মনোনয়নপত্র  নিয়েছেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার শুরু হয় এই ফরম বিক্রি। জমা দেওয়ার শেষ তারিখ ৮ ফেব্রুয়ারি।


এবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়ে নেমেছেন দেশের শোবিজের একঝাঁক তারকা অভিনেত্রী। এ তালিকায় আছেন- সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, নিপুণ আক্তার, তানভীন সুইটি, অপু বিশ্বাস, অরিন জাহান, সৈয়দা কামরুন নাহার শাহনূর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন। তাদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত বেশ কয়েকজন।


অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা মনোনয়ন ফরম তুলেছেন। বিষয়টি নিশ্চিত করে দৈনিক সময়ের আলোকে তিনি বলেন, এটা নিয়ে এখনই বলার কিছু নেই। মনোনয়ন ফরম তুলেছি এটা সত্য। এখন প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, তা হলে সংরক্ষিত নারী আসনের সদস্য বানাবেন। তিনি না চাইলে তো আর সম্ভব নয়। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এখন দেখা যাক কী হয়।


মনোনয়ন ফরম কেনার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। মনোনয়ন ফরম তুলেন অভিনেত্রী নিপুণ আক্তার। নিপুণ বলেন, প্রথমত দোয়া চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তা হলে তিনি অবশ্যই বিবেচনা করবেন। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোহানা সাবা। তিনি বলেন, ১৫ বছর ধরে আওয়ামী লীগ যে উন্নয়ন করে আসছে। আমি দেশের সেই উন্নয়নে নারী উদ্যোক্তা হিসেবে নারীকে ফোকাস কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। পাশাপাশি দেশের সংস্কৃতির উন্নয়নে কাজ করব। তানভীন সুইটি বলেন, প্রত্যাশা নিয়েই ফরম তুলেছি। আসলে দলের হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আশা করছি মনোনয়ন পেয়ে যাব। আমি নারীদের জন্য কিছু করতে চাই। তাদের নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। যেন আমি সেই সুযোগটাই পাই।


মেহের আফরোজ শাওন তুলেছেন ফরম। তবে এ নিয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। বলেন, 'এ নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।' নারীদের জন্য কাজ করতে চান অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর। তিনি মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী উর্মিলা কর। তিনি বলেন, অনেক দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের জন্য কাজ করছি। এমনকি দলের একটা পদেও রয়েছি। সুযোগ পেলে মানুষের জন্য কাজ করতে চাই।

এদিন দুপুর ১২টার দিকে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বগুড়া ৬ আসনের হয়ে মনোনয়ন ফরম তুলেছেন তিনি। অপু বলেন, ২০১৯ সালেও সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম তুলেছিলাম। সে সময় ভাগ্য সহায় হয়নি। এবারও ফরম তুলেছি। ২০১৭ সাল থেকে মানুষের জন্য, দলের জন্য কাজ করছি। আমি মনে করি, মানুষের জন্য কাজ করার আমি যোগ্য মানুষ। এবার প্রধানমন্ত্রী চাইলে আমি সংরক্ষিত আসনে এমপি হতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই আমি।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ