1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে চাকরী দেওয়ার নামে প্রতারনা, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-০২-২০২৪ ০২:০৪:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৪ ০২:১৭:১৮ অপরাহ্ন
রাবিতে চাকরী দেওয়ার নামে প্রতারনা,  গ্রেফতার ৪
 রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরী দেওয়ার নামে প্রতারনার দায়ে প্রতাক চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ৭ ফেব্রুয়ারী বুধবার ৩ টার সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের উত্তর দিকে থাকা প্রক্টর অফিসে আটকরত অবস্থায়অপারেশন পরিচালনা করে প্রতারনা চক্রের মূলহোতাসহ তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃ আসামী ১। মোঃ সিজান আলী শাহ (২২), পিতা-মোঃ নান্টু রহমান শাহ, মাতা-মোসাঃ বানেরা বেগম, সাং-পালশা (পশ্চিমপাড়া); ২। মোঃ রাসেল আলী (২৩), পিতা-বদির উদ্দিন, মাতাঃ মোসাঃ খোদেজা বেগম, সাং-চৌবাড়ীয়া (মধ্যপাড়া); উভয় থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী; । মোঃ শিমুল আলী (২০), পিতা-মোঃ বেলাল হোসেন, মাতা-মোসাঃ শিউলি বেগম, সাং-বানেশ^র ঢলেট পশ্চিমপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী; ৪। মোঃ কদর সর্দার (২৮), পিতা-মৃত ছাবের, মাতা-মৃত হালিমা, সাং-বালশা পশ্চিমপাড়া, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী'গনকে নগদ-২১০০/- (টাকা), ভুয়া নিযোগ বিজ্ঞপ্তি-০১পাতা, ব্লাংক চেক-০৩ টি, মোবাইল-০৩ টি, সীম কার্ড-০৫ টিসহ আটক করে।

ঘটনাস্থলে বাদী এবং উপস্থিত লোকজনের সম্মুখে র‌্যাব সদস্যগন কর্তৃক ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদকালে স্বীকার করে যে, আসামী ১। মোঃ সিজান আলী শাহ(২২), ২। মোঃ রাসেল আলী (২৩), ৩। মোঃ শিমুল আলী(২০), ৪। মোঃ কদর সর্দার (২৮) গনের সহযোগিতায় মূলহোতা পলাতক আসামী ৫। মোঃ এনামুল হক (৩৩), মোবাঃ ০১৭৮৩-৯৫৯৯২০, পিতা- অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-হাঁসনিয়াপুর, থানা-বাঘমারা, জেলা-রাজশাহী বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ অন্যান্য দপ্তরে সরকারী চাকুরী দেওয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ প্রতারনা করে আসছে।


উক্ত আসামীগনদের বিরুদ্ধে আরএমপি, মতিহার থানায় প্রতারনার মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী ১। মোঃ সিজান আলী শাহ(২২), ২। মোঃ রাসেল আলী (২৩), ৩। মোঃ শিমুল আলী(২০), ৪। মোঃ কদর সর্দার (২৮) গনের সহযোগিতায় মূলহোতা পলাতক আসামী ৫। মোঃ এনামুল হক (৩৩), মোবাঃ ০১৭৮৩-৯৫৯৯২০, পিতা- অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-হাঁসনিয়াপুর, থানা-বাঘমারা, জেলা-রাজশাহী বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ অন্যান্য দপ্তরে সরকারী চাকুরী দেওয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ প্রতারনা করে আসছে। আসামিরা এর সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত উক্ত আসামীগনদেরকে এবং পলাতক আসামীর বিরুদ্ধেআইনগত ব্যবস্থা গ্রহনের জন্যআরএমপি, মতিহার থানায় এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ