1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদিন দৌড় দিচ্ছে চাকরি বাচাতে প্রভাবশালী মহলের দিকে, করাছে বিভিন্ন মহলে তদবির। সংবাদ প্রকাশের পর থেকেই পিওন নাজমুল অফিসে অসেননা চালিয়ে যাচ্ছেন নানা নাটকীয়তা

হাটিকুমরুল ভূমি অফিসের সংবাদ প্রকাশের পর নায়েব পিওনসহ দালালের দৌড় ঝাপ শুরু।

আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ০৪:৫৪:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ০৪:৫৪:২৯ অপরাহ্ন
হাটিকুমরুল ভূমি অফিসের সংবাদ প্রকাশের পর নায়েব পিওনসহ দালালের দৌড় ঝাপ শুরু।
সিরাজগঞ্জ থেকে কাইয়ুম মাহমুদ: চক্রের নিয়ন্ত্রণে হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিস শিরোনামে সংবাদ প্রকাশের পরে নায়েব সহ সংশ্লিষ্ট দালালদের দৌড় ঝাপ শুরু।
 
সম্পত্তিক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দালাল চক্রের নিয়ন্ত্রণে হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিস শিরোনামে সংবাদ প্রকাশের পরে খানিকটা নরেচরে বসেছে হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ও অফিস পিওন নাজমুল সহ দালাল সিন্ডিকেটের সদস্যরা।
 
প্রতিদিন দৌড় দিচ্ছে চাকরি বাচাতে প্রভাবশালী মহলের দিকে, করাছে বিভিন্ন মহলে তদবির। সংবাদ প্রকাশের পর থেকেই পিওন নাজমুল অফিসে অসেননা
চালিয়ে যাচ্ছেন নানা নাটকীয়তা।
 
 
আর ইউনিয়ন ভূমি অফিসের তবিয়তে থাকা দালাল চক্রের মধ্য চড়িয়া কালি বাড়ী গ্রামের কুরানের ছেলে মানিক দালাল হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, রুকছানা খাতুনের স্বামী দালাল লিটন মিয়া, হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব এর কাছের লোক হওয়ায় সেইও কামিয়ে নিয়েছে প্রায় কয়েক লক্ষ টাকা বাবলু মিয়া,,,,সহ আরও অনেকেই দৌড়াছেন নায়েব ও অফিস পিওন নাজমুল হোসেন এর চাকরি বাচাতে বিভিন্ন প্রবাবশালী মহলের দিকে।
 
লোকচক্ষুর আড়ালে থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয় নিয়েচ্ছেন অফিস পিওন নাজমুল হোসেন আর নায়েবের তো কথাই নাই তার সাথে আতায়াত করে এই সকল দালাল চক্র হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা, করেছে গাড়ী বাড়ী সহ নানা কিছু করছে বিলাস বহুল ভাবে জীবন যাপন।
 
এক সময়ের বি এন পি নেতা লিটন নায়েবের কাছের একজন খাস দালাল ও নায়েবের শ্যালক কনক ও অফিস পিওন নাজমুল মিলে দালাল চক্রের সাথে হাত মিলিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। 
 
ইউনিয়ন বাসী বলছেন হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ইন্টার চেঞ্জ নির্মাণে সরকারি অধিক গ্রহনের টাকা উত্তলনের জন্য অধিকাংশ মানুষের জমিতে বাটোয়ারা সহ বিভিন্ন মামলা চলমান থাকায় প্রায় সব জমিতে ঝামেলা রয়েছে সেই সুযোগে মানুষের সরলতার সুযোগ নিয়ে বি এন পি নেতা লিটন দালাল ও নায়েব, নায়েবের শ্যালক কনক ও অফিস পিওন নাজমুল ও মানিক দালাল, বাবলু দালালসহ আরো নাম জানা অজানা দালালদের দিয়ে হাতিয়ে নিয়েছে লাক্ষ লক্ষ টাকা।
 
অতিরিক্ত টাকা না দিলে খাজনা, খারিজ বা নামজারি কোনো কাজই হয় না। হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসের ভেতর ও বাইরে বছরের পর বছর দালাল চক্রের একচ্ছত্র দৌরাত্ম্য বলে অভিযোগ ভুক্তভোগীদের।
 
সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী নন। তারপরও ইউনিয়ন ভূমি অফিসের ভেতরেই চেয়ার টেবিল নিয়ে বসে কাগজপত্র খারিজের কাজ করছেন নায়েবের আপন শ্যালক ‘কনক’সহ অনেকেই। 
 
এলাকাবাসীর দাবী এই নায়েব ও দুর্নীতিবাজ অফিস পিওন নাজমুলের
চাকুরী শ্রুতো করা হোক। সেই সাথে আমরা দালাল মুক্ত অফিস চাই।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ