ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিত করতে গোদাগাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  নিজস্ব প্রতিবেদক  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ০৪-০৪-২০২৪ ০৩:২৬:৪২ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ০৪-০৪-২০২৪ ০৩:২৬:৪২ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                 
                                  
                             
                            
                            
                            
                                
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকল্পে রাজশাহী র গোদাগাড়ী থানাধীন বিভিন্ন ব্যাংক/বীমা/এনজিও/হাট/বাজার সহ আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছে গোদাগাড়ী সার্কেল এএসপি জনাব মোঃ সোহেল রানা। 
গোদাগাড়ী সার্কেল এএসপি জনাব সোহেল জানান, রমজানের শুরুতেই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি, রাস্তাঘাটে ছিনতাই, ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ও অজ্ঞান-মলম পার্টির তৎপরতা বেড়ে যায়। জাল নোটের অসৎ ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠে। এ ধরনের অপরাধ ঠেকাতে কৌশলী ভূমিকায় মাঠে নেমেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। জনাব সোহেল রানা বলেন, গোদাগাড়ীর প্রবেশমুখ রাজাবাড়ী, প্রেমতলী, বালিয়াঘাটা, কাঁকন হাট, ডাইংপাড়া বাসস্ট্যান্ড, বাইপাস সড়ক, পদ্মানদীর ঘাটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে পুলিশের নিরাপত্তা ।
গোদাগাড়ী সার্কেল এএসপি জনাব সোহেল রানা বলেন, গোদাগাড়ী উপজেলা ও পৌরবাসীর নিরাপত্তার স্বার্থে রমজানের ঈদের সময় পুলিশি নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। রমজান ঘিরে আর্থিক লেনদেন বেড়ে যায়, তাই প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। ঈদের কেনাকাটায় শপিংমল ও মার্কেটগুলোতে নারী হয়রানি ও ইভটিজিং রোধে মহিলা পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়াও চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা পুলিশের নজরদারি ও টহল অব্যাহত থাকবে। রমজানের প্রতিটি ধাপে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জানাব আব্দুল মতিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
                            
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
 
 কমেন্ট বক্স