1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘ইরানের সঙ্গে কোনো সংঘাত চায় না যুক্তরাষ্ট্র’

নিউজ ডেস্ক
আপলোড সময় : ১৪-০৪-২০২৪ ০২:০৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৪ ০২:০৯:২৬ অপরাহ্ন
‘ইরানের সঙ্গে কোনো সংঘাত চায় না যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। দেশটির এই হামলাকে বেপরোয়া উল্লেখ করলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সংঘাত চায় না বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রবিবার (১৪ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
 
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরাইলকে লক্ষ্য করে ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে যে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে তা ভূপাতিত করতে আমরা সাহায্য করেছি।
 
 
তিনি আরও বলেন, আমরা ইরানের সঙ্গে কোনো সংঘাত চাইনা। তবে আমাদের সেনাদের রক্ষা ও ইসরাইলের নিরাপত্তায় ব্যবস্থা নিতে দ্বিধা করব না।
 
 
এদিকে ইসরাইলে ইরানের হামলার শক্ত ভাষায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে তেল আবিবকে ওয়াশিংটনের লোহবর্মের মতো সুরক্ষা দেয়ার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন বাইডেন।
 
 
গত সপ্তাহে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে নির্দেশনা দিয়েছিলেন জানিয়ে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোতায়েনকৃত ব্যবস্থা ও আমাদের দক্ষ সেনা সদস্যদের ধন্যবাদ, আমরা ধেঁয়ে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরাইলকে সহায়তা করেছি।
 
 
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরাইলে হামলা চালানোর সাহস পেত না ইরান।
 
 
ইরানের হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরাইল এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে। কারণ, আমরা (মার্কিন) খুব দুর্বলতা দেখাই। আমি যদি প্রেসিডেন্টের দায়িত্বে থাকতাম, তাহলে এটা ঘটত না। এটা আপনি জানেন, তারাও জানে, সবাই জানে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ