1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রামেবিতে ‘ইনোভেশন শোকেসিং' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৪ ০৮:৫০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৪ ০৯:২২:৫৬ অপরাহ্ন
রামেবিতে ‘ইনোভেশন শোকেসিং' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছবিঃ দৈনিক সোনালী রাজশাহী
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা উন্নয়ন ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামেবির ইনোভেশন কমিটির আয়োজনে মঙ্গলবার (৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কাযার্লয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
ইনোভেশন কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (অ.দা) ডা. মো. জাকির হোসেন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।
 
ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের বক্তব্যে উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়নে উদ্ভাবনী পরিকল্পনা খুবই জরুরি।এই প্রদর্শনীর মাধ্যমে প্রাপ্ত প্রশাসনিক কার্যক্রমগুলো বাস্তবায়নের মাধ্যমে রামেবির প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল এবং কর্ম পরিবেশ আরো উন্নত হবে। 
 
কর্মশালা উপস্থাপনা করেন ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা উন্নয়ন বিষয়ক ফোকাল পয়েন্ট মো.নাজমুল হোসাইন। কর্মশালায় রামেবির প্রশাসন বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, কলেজ পরিদর্শণ দপ্তর, অর্থ ও হিসাব বিভাগ, ডিন দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগসহ মোট ৬টি দপ্তর অংশগ্রহণ করে। 
 
কর্মশালায় অংশগ্রহণকারী দপ্তরগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম এবং অভ্যন্তরীণ যোগাযোগ সহজীকরণের লক্ষ্যে নিজ নিজ দপ্তরের উদ্ভাবিত নতুন নতুন কর্মপন্থা প্রদর্শন করে। কর্মশালায় যুগ্মভাবে প্রথম স্থান অর্জ ন করে পরীক্ষা নিয়ন্ত্রয়ণ দপ্তর ও অর্থ ও হিসাব বিভাগ, ২য় স্থান অর্জন করে পরিকল্পনা বিভাগ এবং তয় স্থান অর্জ ন করে প্রশাসন বিভাগ। উদ্ভাবন প্রদর্শন শেষে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী দপ্তরের সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন।
 
এসময় রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মোকলেসুর রহমান, রামেবির উপ- কলেজ পরিদর্শক ডা. জোহা মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার(চ.দা.) মো. রাশেদুল ইসলাম, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. জামাল উদ্দীন, সেকশন অফিসার মাসুম খান, শাহারিয়ার ইসলাম, মিজানুর রহমান, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন,শাকিল আহমেদ, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজা, ব্যক্তিগত কর্মকর্তা(পিও) নূর-রায়হান, জাহিদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ আহসান, রাফিজা তাবাস্সুম, কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, সিমা আক্তার, আসাদুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ