1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডকাফসহ পলাতক আসামী বিদেশী পিস্তুল ও হিরোইনসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ০৯:১৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ০৯:৪১:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে  হ্যান্ডকাফসহ পলাতক আসামী  বিদেশী পিস্তুল ও হিরোইনসহ গ্রেফতার
নিউজডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ আলাতুলী ইউনিয়নের চরঅন্চল এলাকায় হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী মাসুদ রানা ও তার সহযোগী ইলিয়াসকে বিদেশী পিস্তুল ও হিরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব৫। গ্রেফতারকৃত মাসুদ রানা , চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-আলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে।

সোমবার (২৬ জুন) ভোর ৫টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর-আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকেসহ তার সহযোগি ইলিয়াসকে গ্রেফতার করে র‍্যাব। এসময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাফ ও ৮’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আজ ২৬ জুন সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার। সংবাদ সম্মেলনে তিনি বলেন,

ত ২৪ মে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ মাদক মামলার আসামী মাসুদ রানা পালিয়ে যায়। এদিকে গতকাল রবিবার র‌্যাবের আভিযানিক দল জানতে পারে পলাতক আসামী মাসুদ রানা তার সহযোগি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রামের ইলিয়াসের বাড়িতে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল রবিবার গভীর রাতে দূর্গম চরাঞ্চলে পৌছে প্রযুক্তির সহায়তায় ইলিয়াসের বাড়ি সনাক্ত করে।

রে আজ সোমবার ভোর ৫টার দিকে এলাকাবাসীর সহায়তায় ইলিয়াসের বাড়ি তল্লাশী শুরু করলে পলাতক মাসুদ রানা ও ইলিয়াসকে একটি ঘর থেকে অবৈধ অস্ত্র, হেরোইন ও হ্যান্ডকাফসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ