1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ২২ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-০৭-২০২৪ ০১:৩৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৪ ০১:৩৯:২৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ২২ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা হতে জুয়া খেলার তাস, জুয়া খেলার নগদ টাকাসহ ২২ জন জুয়ারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ , রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ০৯ জুলাই ২০২৪ খ্রিঃ ২৩.৫০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড, গোধুলী মার্কেটের নীচ তলা আরিফ হোসেন (৪৫) এর ভাড়া রুমে অপারেশন পরিচালনা করে ইংরেজীতে DON লেখা বিভিন্ন রংয়ের বড় ৪৭ (সাতচল্লিশ) প্যাকেট তাস (প্লেয়িং কার্ড), যাহাতে ALPHA সহ অন্যান্য লেখা আছে, ৫২ (বায়ান্ন) টি বিভিন্ন রংয়ের খোলা তাস, জুয়া খেলার আসরে প্রাপ্ত নগদ বিভিন্ন নোটের- ১,৮৫,৩৭০/-(এক লক্ষ পঁচাশি হাজার তিনশত সত্তর) টাকা, মোবাইল ফোন-২৪ টি, সিম-৩৫টি ও মোটরসাইকেল-০২টি সহ জুয়া খেলারত অবস্থায়

আসামী ১। মোঃ সেলিম রেজা (৩৮), পিতা মোঃ শাহজাহান শেখ, সাং- শিরোইল স্টেশন পাড়া, ২। মোঃ হাবিবুর রহমান বিপ্লব (৪২), পিতা- মৃতঃ এবাদুল্লাহ মন্ডল, সাং- ৩১ রায়পুর বাজার, ঘোড়ামারা, ৩। মোঃ আলীউল আজিম (৪২), পিতা- মৃত আলমগীর হোসেন, সাং-পাটান পাড়া, ৪। মোঃ সোহেল রানা (৩৫), পিতা- মৃতঃ মুকুল আলী, সাং-রানীনগর হাদির মোড়, ৫। মোঃ মেহেদী হাসান দীপু (৩৬), পিতা- মৃতঃ আঃ মালেক স্বপন, সাং-সফুরা, ৬। মোঃ আঃ রশিদ (৪৩), পিতা- মৃতঃ খায়ের উদ্দিন, সাং-বর্ণালী, আমবাগান, বাসা নং-৪, ৭। মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা- বাবুজান, সাং-শিরোইল মোল্লা মিল, ৮। মোঃ সাগর শেখ (৪২), পিতা-মৃত-টুলু শেখ, সাং-শিরোইল স্টেশন পাড়া, বাসা নং- ৫৪, ৯। মোঃ বেলাল হোসেন (৫২), পিতা- মনিরুল ইসলাম, সাং-হোসেনী গঞ্জ, বাসা সাং-ডি/১৭২, সকলের থানা-বোয়ালিয়া,রাজশাহী মহানগর, ১০। মোঃ ছামিউল ইসলাম জনি (৩২), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-ছোট বনগ্রাম পুর্ব পাড়া, ১১। মোঃ খোকন (৫০), পিতা- মৃতঃ মোসলেম সরদার, সাং- আসাম কলোনী বউ বাজার, ১২। মোঃ শাহীন আলী (৪৩) ,পিতা- মোঃ রওশন আলী, সাং- শিরোইল কলোনী, ১৩। মোঃ হাবিবুর রহামন (৫৮), পিতা- মৃত আঃ হামিদ সরকার, সাং-শিরোইল কলোনী, ১৪। মোঃ গিয়াস উদ্দিন (৪৫), পিতা- মৃত আউয়াল ভূইয়া, সাং-ছোট বনগ্রাম পুর্ব পাড়া, ১৫। মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩৮), পিতা-মোঃ আমির হোসেন, সাং-হাজরা পুকুর গাবতলী, সকলের থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর, ১৬। মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা-মৃতঃ নাজিম মোল্লা, সাং-বড় বনগ্রাম, ভাড়ালী পাড়া, ১৭। মোঃ সম্রাট (২৮), পিতা- মোঃ আকসাম, সাং-বড় বনগ্রাম ফুলতলা, উভয় থানা-শাহমখদুম, রাজশাহী মহানগর, ১৮। শ্রী দীপক কুমার সরকার (৩৫) ,পিতা-দিলীপ সরকার, সাং-নাপিত পাড়া, থানা-সদর, নওগাঁ এপি- মৌচাক হোটেল, স্টেশন রোড, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগর, ১৯। মোঃ মাসুদ রানা (৩৮), পিতা- মৃতঃ আঃ মজিদ,সাং- মুক্তার পুর, থানা-চারঘাট, জেলা-রাজমাহী, ২০। মোঃ হায়দার আলী (৬২), পিতা- মৃতঃ আঃ রশিদ, সাং- গুরিপাড়া, চারখোটার মোড়, থানা-কাশিয়াডাংগা, রাজশাহী, ২১। মোঃ রফিকুল ইসলাম (৩৭), পিতা-মোঃ সৈয়দ আলী, সাং-মধুসুদন পুর, থানা-পবা,রাজশাহী, ২২। মোঃ জিয়াউর রহমান (৩৪), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-বসুয়া, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগনকে জব্দকৃত সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা স্বীকার করে যে, তাহারা প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা নিয়মিত জুয়া খেলে মর্মে স্বীকার করে।

উক্ত গ্রেফতারকৃত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী, আরএমপি,বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ