1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এক দফা দাবিতে রাজশাহীতে নার্সিং কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহ সোহানুর রহমান
আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৩:৪৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৩:৪৮:৪৯ অপরাহ্ন
এক দফা দাবিতে রাজশাহীতে নার্সিং কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ দৈনিক সোনালী রাজশাহী
 
এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় তারা এ মিছিল করেন। মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
 
শিক্ষক-শিক্ষার্থীদের এক দফা দাবি হলো- নার্সিং ও মিডিওয়াইফারি অধিদপ্তরের পরিচালক ও মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণপূর্বক এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করা।
 
তারা বলেন, এক দফা দাবির পাশাপাশি প্রফেশনাল বিসিএস চালু এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান দেয়ার দাবিও জানাচ্ছি।
 
রাজশাহী নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক ও রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক মনিরুল ইসলাম এবং সমন্বয়ক জহিরুল ইসলামের নেতৃত্বে চার শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ অংশ নেন। সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নার্সিং কলেজের শিক্ষক মনিরুল ইসলাম বলেন, নার্সিং পেশার স্বার্থে আমরা একজোট হয়ে মাঠে নেমেছি। দাবি আদায় হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ