1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে দুর্গাপুরে মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০২:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০২:১৬:৩৫ অপরাহ্ন
শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে দুর্গাপুরে মে দিবস পালিত ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। সভায় তিনি বলেন, “মে দিবস কেবল অতীতের একটি ঘটনা স্মরণ নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্যও। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছি এবং থাকব।”
 
তিনি আরও বলেন, “শ্রমিকদের সম্মান দেওয়া ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হলে শুধু শ্রমিকদের জীবনমানই উন্নত হবে না, দেশও আরও দ্রুত এগিয়ে যাবে। নিরাপদ কর্মপরিবেশ উৎপাদনশীলতা বাড়ানোর অন্যতম শর্ত।”
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার তোহিদুর রহমান।
 
অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মে দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বলেন, এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকারের প্রতীক। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।
 
অনুষ্ঠানজুড়ে ছিল সচেতনতামূলক বক্তব্য, শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ।
 
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস গুরুত্বসহকারে পালিত হয়ে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ