1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাবি রেজিস্ট্রারের বাসায় হামলাকারীদের কঠোর শাস্তি দাবি রাজশাহী প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৮:২৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৮:২৯:৩২ অপরাহ্ন
রাবি রেজিস্ট্রারের বাসায় হামলাকারীদের কঠোর শাস্তি দাবি রাজশাহী প্রেসক্লাবের ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় চালানো ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব। বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাবি রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাত ও ঘটনাস্থল পরিদর্শনকালে প্রেসক্লাব নেতারা এ দাবি জানান।
 
এদিন রাজশাহী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম জুলু এবং বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে সাংবাদিকরা রাবি রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করেন।
 
এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, যুগ্ম সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধ্যক্ষ ওমর ফারুক, দফতর সম্পাদক আমানুল্লাহ আমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
 
রাবি রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, রাতে ঘটনার সময় আমি জেগে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ হয়। নিচে এসে দেখি ককটেল বিষ্ফোরণ করা হয়েছে। এটা ভীতি তৈরির অপকৌশল। তবে আমি শঙ্কিত নই। আমি চাই, প্রকৃত অপরাধীরা শাস্তি পাক। পুলিশ চাইলেই অপরাধীদের ধরা সম্ভব। বৃহস্পতিবার সকালে পুলিশ এসেছিল। পুলিশকেও এটাই বলেছি। তারা আলামত নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
 
এ সময় সাংবাদিক নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় হলেও তাদের দোসররা এখনো ঘুরে বেড়াচ্ছে। মধ্যরাতে রাবি রেজিস্ট্রারের বাসভবনে ককটেল নিক্ষেপ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর পেছনে বড় কোনো বিষয় থাকতে পারে। দুর্বৃত্তদের অতি দ্রত সময়ে মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজশাহী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম জুলু বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা নগরীর জিরো পয়েন্টে কঠোর কর্মসূচিতে নামবো।
 
উল্লেখ্য, বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে নগরীর বিনোদপুর এলাকায় রাবি রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় কমপক্ষে চারটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনার সময় পরিবারসহ নিজ বাসায় ছিলেন তিনি। ওই সময় ককটেলের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বাসার দালানে লাগে ককটেলগুলো।
 
ড. ইফতিখারুল আলম মাসউদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজপথে সম্মুখসারিতে ছিলেন। ছাত্রদের সংঘবদ্ধ করে রাজপথে নেমে হাসিনার পতনের ডাক দেন তিনি। ৫ আগস্ট হাসিনার পতন হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা ও রাজশাহী-ঢাকা মহাসড়কে ছাত্র-জনতার আন্দোলনে বড় ভূমিকা ছিল তার। গত বছরের ২৪ নভেম্বর রাবি রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
 
এর আগে ড. ইফতিখারুল আলম মাসউদ ছিলেন আরবি বিভাগের প্রফেসর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সকল বিষয়ের মধ্যে প্রথম স্থান লাভ করেন তিনি। এছাড়া ড. মাসউদ কামিল (হাদীস) ও কামিল (আরবি সাহিত্য) পরীক্ষাতেও মেধা তালিকায় স্থান লাভ করেন। ২০০৮ সালে তিনি রাবি থেকে আধুনিক আরবি সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
 
২০০৪ সালে আরবি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। তার ৬০টিরও বেশি প্রবন্ধ বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। আরবী ভাষা ও সাহিত্যকেন্দ্রীক তাঁর ৬টি গবেষণা গ্রন্থও প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন ছাড়াও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত ৯০টির বেশি আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
 
ড. মাসউদ এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ও বাংলা একাডেমির জীবন সদস্য। এছাড়া তিনি ইউনিভার্সাল লীগ অব ইসলামিক লিটারেচার, ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস, ইনস্টিটিউট অব হিস্টোরিক্যাল স্টাডিজ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ-ভারত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ ইতিহাস সমিতি, বাংলাদেশ ইতিহাস একাডেমি, ইন্টারন্যাশনাল সোসাইটি অব বেঙ্গল স্টাডিজ, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, আল্লামা ইকবাল রিসার্চ ফোরাম বাংলাদেশ, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ, আরবী একাডেমী বাংলাদেশ প্রভৃতি গবেষণা এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংস্থার সক্রিয় সদস্য।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ