1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার শাপলা গণহত্যার দায়ে আ.লীগ নিষিদ্ধ করে ফাঁসির দাবি ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৩:১৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৩:১৮:১৮ অপরাহ্ন
এবার শাপলা গণহত্যার দায়ে আ.লীগ নিষিদ্ধ করে ফাঁসির দাবি ছাত্রশিবিরের ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 

 
২০১৩ সালের ৫মে রাজধানীর শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে ‘মানবপ্রাচীর কর্মসূচি’ পালন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রশিবির নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যায় জড়িত হাসিনাসহ দলটির নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
 
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিন। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর শাখার দফতর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন।
 
কর্মসূচিতে অন্যান্যের মাঝে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির, মাদ্রাসা ও দাওয়া সম্পাদক শাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিপ্লব হয়েছে গত বছরের ৫ আগস্ট। কিন্তু বিপ্লব পরবর্তী নয় মাস পার হয়ে গেলেও এখনো খুনিদের কোন বিচার হয়নি। ২০১৩ সালের নাস্তিক ব্লগার কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করার প্রতিবাদে শাপলা চত্বরে তৌহিদী জনতা সমাবেশের আয়োজন করে। শাহবাগী ও নাস্তিক ব্লগাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে নবীপ্রেমী মুসল্লীরা তাদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। যে সমাবেশ কর্মসূচি পতিত স্বৈরাচার খুনী হাসিনা সহ্য করতে না পেরে ইসলাম প্রেমী মুসল্লিদের ওপর দিনের বেলায় আক্রমণ করে ১১ জন ধর্মপ্রাণ মুসল্লীকে শহীদ করেন।’
 
তিনি বলেন, ‘রাতের বেলায় যখন ধর্মপ্রাণ মুসল্লীরা সারাদিনের কর্মসূচি শেষ করে বিশ্রাম করছিলেন, কেউ ঘুমাচ্ছিলেন, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন; সেই সময় স্বৈরাচার খুনি হাসিনার পেটুয়া পুলিশ-র‍্যাব-বিজিবি-দিয়ে তাদের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে শত শত ভাইদের খুন করে। শত শত মানুষ হত্যা করার পরেও নির্লজ্জ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছিল যে, ধর্মপ্রাণ মুসলমান নাকি গায়ের রং মেখে শুয়েছিল! এখানেই তারা ক্ষান্ত হয়নি। সর্বশেষ জুলাই অভ্যুত্থান ২০২৪-এ এসে তাদের এই গণহত্যা শেষ হয়।’
 
আসাদুজ্জামান ভূঁইয়া আরও বলেন, ‘এখন পর্যন্ত জুলাই বিপ্লব পরবর্তী নয় মাস অতিবাহিত হওয়ার পরেও শাপলা চত্বরে এখন খুনির বিচারের ব্যাপারে সরকার কর্তৃক কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এখন পর্যন্ত সরকার কর্তৃক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি যা দ্বারা শাপলা চত্বরের গণহত্যার বিচার ত্বরান্বিত হতে পারে। আমরা বর্তমান সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরে গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শাপলা চত্বরে গণতন্ত্রের বিচার কার্যকর করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। যারা এ খুনের সাথে জড়িত তাদের নামে মামলা করে বিচারের পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা এই খুনের সাথে জড়িত ছিল সে সকল আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের এখন আমরা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি।’
 
তিনি বলেন, ‘আমরা দেখেছি গতকালকে গাজীপুরে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লার উপর হামলা করা হয়েছে। বলে দিতে চাই এখনো কিভাবে আওয়ামী দোসরা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতে পারে কিভাবে তারা প্রকাশ্যে তাদের কর্মসূচি পালন করতে পারে এখনো কেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত এই সকল বিচারের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তাদের বিচারের আওতায় আনতে হবে। পুরস্কার দেওয়া দরকার নাই। যারা ৫ মে শাপলা চত্বরে গণহত্যা থেকে শুরু করে ২৪ এর জুলাই বিপ্লবের গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী স্বৈরাচারকে নিষিদ্ধ করতে হবে। আমরা মানবপ্রাচীর সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’
 
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘আমরা দেখতে পেয়েছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অনেক কাজ করলেও খুনিদের বিচারের তেমন কোন কাজ করেনি তারা ইসলামের জন্য কোন কাজ করেনি পক্ষান্তরে নারী কমিশনের নামে নোংরা একটি ইসলামবিরোধী নারী কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে পাশ করার চেষ্টা করেছে যার মধ্যে সম্পূর্ণ ইসলাম বিরোধী আইন প্রতিষ্ঠিত হচ্ছে।’
 
সর্বশেষ তিনি সর্বস্তরের সাধারণ মানুষ ছাত্র-জনতা ও তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে ছাত্রনেতা আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, সতর্ক থাকুন এবং আগামী স্বৈরাচার সন্ত্রাসদের দাবিতে কর্মসূচি পালন করুন।
 
আমানুল্লাহ আমান
০১৭০৬-৩৬৭২৭৯
৫ মে, ২০২৫

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ