1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক নতুন প্রভাতে নিয়োগ পেলেন সাংবাদিক আরেফিন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৬:১৪:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৬:১৪:৫৪ অপরাহ্ন
দৈনিক নতুন প্রভাতে নিয়োগ পেলেন সাংবাদিক আরেফিন
 

 
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাত পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন। সম্প্রতি তাকে নতুন প্রভাত সম্পাদক সোহেল মাহবুব স্বাক্ষরিত নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
 
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, ২ মে থেকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলো। মে মাস থেকে তিনি সপ্তম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা/সম্মানী পাবেন বলেও নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।
 
সাংবাদিক আরেফিন নতুন প্রভাতে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। এক বার্তায় প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি আবু সালেহ মো. ফাত্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধ্যক্ষ ওমর ফারুক, দফতর সম্পাদক আমানুল্লাহ আমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য জাহিদ হাসান ও ফারুক হোসেন এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাংবাদিক মহিব্বুল আরেফিন যথাযথভাবে তার দায়িত্ব পালন করে যাবেন বলেও আশা প্রকাশ করেন রাজশাহী প্রেসক্লাবের নেতারা। 
 
উল্লেখ্য, সাংবাদিক মহিব্বুল আরেফিন দুই যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও ইংরেজি দ্য নিউ নেশনসহ প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ