দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে গাঁজাসহ এক ব্যবসায়ী ও দুই সেবনকারিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
জানাগেছে, বুধবার (৭মে) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী গোলাম রাব্বি (২৯), সেবনকারি শাহান আলী (৩২) অপরজনের নামও শাহান উদ্দিন (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।
ওসি জানান, গোলাম রাব্বি ওই এলাকার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ ও পেয়েছি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ রাব্বির বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাব্বি ও দুইজন সেবনকারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#
দৈনিক সোনালী রাজশাহী / ফরিদ আহমেদ আবির