1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সরকারী টিটু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৮:২২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৮:২২:৪৬ অপরাহ্ন
সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সরকারী টিটু গ্রেফতার

ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে নওগাঁর বদলগাছি থেকে তাকে গ্রেফতার করা হয়। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
গ্রেফতার টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নগরীতে কিশোর গ্যাং চক্রের অন্যতম হোতা তিনি। এছাড়া তিনি নগরী লিটনের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 
 
পুলিশ জানিয়েছে, বদলগাছিতে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন টিটু। সাগর জেলায় জনি গ্রুপের সাথে রাজনীতি করতেন। সেখানে আত্মগোপনে ছিলেন টিটু। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে বদলগাছি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা আরও খোঁজখবর নিচ্ছি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ