রাজশাহীর পুঠিয়া প্রেস ক্লাবের নতুন ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তরের সাংবাদিক কে এম রেজাকে সভাপতি ও দৈনিক মানবজমিনের সাংবাদিক আরিফুল হক রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও পুঠিয়া প্রেসক্লাবের বিদায়ী সদস্য সচিব আরিফ সাদাত।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নয়াদিগন্ত পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি আরিফ সাদাত ও সহ-সভাপতি হিসেবে দৈনিক উপচারের সাংবাদিক রফিকুল ইসলাম রফিককে মনোনীত করা হয়েছে।
এছাড়াও, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সাংবাদিক এস এম হাসানুল ইসলাম সেন্টুকে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আবু হাসাদ কামালকে ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক রকিবুল হাসান রকিকে ১ নং সাংগঠনিক সম্পাদক, দৈনিক যায়যায়কাল পত্রিকার সাংবাদিক সোহানুর রহমানকে ২ নং সাংগঠনিক সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ঈমাম হোসেনকে দপ্তর সম্পাদক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক শাহাদত হোসেনকে অর্থ সম্পাদক, ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মনিরুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান কালুকে ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও দৈনিক আলোকিত সকালের সাংবাদিক মাহবুবুর রহমান, দ্য পিপলস নিউজ ২৪ এর সাংবাদিক মাহফুজুর রহমান ও রাজশাহীর সময় ডট কমের সাংবাদিক মেহেদী দামকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় কমিটির নেতৃবৃন্দ পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতা বজায় রাখার ওপর জোর দেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা তৈরির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
নতুন কমিটির সভাপতি কে এম রেজা বলেন,‘সাংবাদিকদের পেশাদারিত্ব ছাড়া সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। অতীতে কিছু ব্যক্তি এই পেশাকে কলঙ্কিত করেছে, আমরা সে ধারা থেকে বের হয়ে একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও আপোষহীন সাংবাদিকতার ধারা গড়ে তুলতে চাই।’
সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল বলেন, ‘আমরা সত্যের পক্ষে, শোষিত ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই। পুঠিয়া প্রেস ক্লাব হবে গণমানুষের ক্লাব-যেখানে মানুষের দুঃখ, দুর্দশা এবং জীবনের গল্পগুলো প্রকাশ পাবে সাহসের সাথে।’
পুঠিয়া প্রেস ক্লাবের নবগঠিত এই কমিটি শুধু সাংবাদিকদের অধিকার ও উন্নয়নের জন্যই নয়, বরং পুঠিয়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।