1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় কিশোর গ্যাং সদস্যকে ডাকাতের প্রস্তুতি কালে আটক করেও ছেড়ে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৩৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৩:৩৬:৫৯ অপরাহ্ন
পুঠিয়ায় কিশোর গ্যাং সদস্যকে ডাকাতের প্রস্তুতি কালে আটক করেও ছেড়ে দিলো পুলিশ ছবি: দৈনিক সোনালী রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় কিশোর গ্যাং সদস্য জীবনকে আটক করেও থানা পুলিশ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ উপজেলা জুড়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কিশোর গ্যাং সদস্যদের অপরাধ তৎপরতা দেখা যাচ্ছে। 
 
গত ১০ জুলাই রাত তিনটায় পৌর সদরের ইসলামীয়া মহিলা কলেজ সংলগ্ন বিলপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী কিশোর গ্যাং সদস্য জীবনকে আটক করে। তখন অন্য সদস্যরা পালিয়ে যায়। 
 
পরে থানা পুলিশ উপস্থিত হয়ে তাকে আটক করে। থানার এএসআই ইনতিয়াজ মোটরবাইকসহ জীবনকে থানায় নিয়ে আসে। গভীর রাতে আসামীকে একটি রাজনৈতিক দলের নেতাদের সুপারিশ ও মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 
 
১১ জুলাই ধোপাপাড়া বাজার হতে কিশোর গ্যাং এর তিন সদস্য রফিক নামের এক ব্যক্তির বাইক ছিনিয়ে নিয়ে জীবন, রুবেল ও হাসান বাইকটি বিক্রি করে দেয়।
 
এদের বিরুদ্ধে থানায় অভিযোগ হওয়ার পর থানা পুলিশ এদের আটক করার জন্য চেষ্টা করে। দীর্ঘদিন ধরে ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত গাড়ি হতে কিশোর গ্যাং সদস্যরা পণ্যবাহী পরিবহন হতে মালামাল ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। কিশোর গ্যাং সদস্যরা বাইক নিয়ে রাত/দিন মাদক কারবারি করতে দেখা যায়। এদের অপরাধ তৎপতার কারণে এলাকার মানুষদের আতংকের মাঝে থাকতে হয়। 
 
ধোপাপাড়া এলাকার জিল্লুর রহমান বলেন, এরা এতটাই দুর্ধর্ষ যে নেশার টাকার জন্য সবকিছু অপরাধ করা তাদের সম্ভব। তারপর কিশোর গ্যাং সদস্যরা সবাই মাদকাসক্ত। এরা উপজেলার প্রতিনিয়ত কোথাও না কোথাও অপরাধ করছে। কিন্তু এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ার জন্য এরা বেপরোয়া হয়ে উঠেছে।
 
  
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, থানাতে নিয়ে আসার ব্যাপারে আমার নিকটে কোনো তথ্য নেই। তবে ছেলেটি শিশু হওয়ার জন্য হয়তো ছেড়ে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ