1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী ও কৃষক-শ্রমিকদের বৃক্ষ উপহার দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩০:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩০:২১ অপরাহ্ন
প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী ও কৃষক-শ্রমিকদের বৃক্ষ উপহার দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
 
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে এবার রাজশাহীর দুর্গাপুরে প্রত্যন্ত গ্রামের স্কুল শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকদের বৃক্ষ উপহার প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। রোববার (১৩ জুলাই) উপজেলার কানপাড়া চুনিয়াপাড়া এলাকায় এসব বৃক্ষ উপহার প্রদান করা হয়। এ সময় চুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণও করে সংগঠনটি।
 
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, পুঠিয়া-দুর্গাপুর সার্কেল) কুদরত-ই-খুদা শুভ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এতে বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা এবং ওসি (তদন্ত) রফিকুল ইসলাম। এ সময় এনসিপির রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী আতাউর রহমান, সদস্য রাকিবুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার যুগ্ম আহবায়ক মোকলেসুর রহমান বিজয়, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ৩০০ জনকে কাঁঠাল, জাম, পেয়ারা, ডালিম, আমলকি ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছ উপহার প্রদান ও রোপণ করা হয়।
 
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, পুঠিয়া-দুর্গাপুর সার্কেল) কুদরত-ই-খুদা শুভ বলেন, ‘সবাই গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণ করবেন। এতে অনেককিছু রিটার্ন পাওয়া যাবে। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, কাঠ দেয়। সর্বদা অক্সিজেন দেয় ও বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। গাছ আামাদের পরম বন্ধু। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স যে উদ্যোগটা নিয়েছে, এটা আমরা ব্যক্তি পর্যায়েও নিতে পারি। বৃক্ষরোপণ সর্বত্র ছড়িয়ে দিতে পারি।’ এ সময় বাসযোগ্য পৃথিবী গড়তে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের অনুরোধ জানান ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ