জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জুলাই স্মরণসভা মারা যাওয়া পরিবারে সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পরেন। দাবী জানান জুলাই আন্দোলনে নিহতের সাথে জড়িতদের বিচার।
পরে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খন্দকার আজিম আহমেদ, বিশেষ অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এছাড়াও অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।