1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্ত : নিহত ১৯, দগ্ধ ৩৬ জনের পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক:
আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:৪৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:৪৫:৪৬ অপরাহ্ন
বিমান বিধ্বস্ত : নিহত ১৯, দগ্ধ ৩৬ জনের পরিচয় শনাক্ত
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।
 
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিধ্বস্ত প্লেনটি ছিটকে প্রাইমারি শিক্ষার্থীদের ভবনের সিঁড়ির সামনে চলে যায়। বিধ্বস্ত হওয়া বিমানটির ‘নাক’ ঢুকে গেছে ভবনের সিঁড়ির অংশে, আর এর দুই পাখার আঘাতে পুড়ে ছাই হয়েছে শিশুদের দুটি ক্লাসরুম।
 
সোমবার বেলা সোয়া একটার দিকে স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বেলা দেড়টার পর থেকে দগ্ধ ব্যক্তিদের নিয়ে অ্যাম্বুলেন্স আসতে থাকে বার্ন ইনস্টিটিউটে।
 
বার্ন ইনস্টিটিউটে আসা দগ্ধ ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাদের অধিকাংশ চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হাসপাতালে নিয়ে আসার পরপরই তাঁদের শ্বাসকষ্ট দেখা দেয়। জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসকেরা চিকিৎসাসেবা শুরু করেন। পরে সেখান থেকে তাঁদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) ও বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ অধিকাংশের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।
 
বিকেল সোয়া চারটার দিকে দগ্ধ একজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাঁর পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল।
 
দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত। জাতীয় বার্নে দগ্ধরা হলেন— ১.শামীম ইউসুফ (১৪) ২. মাহিন(১৫) ৩. আবিদ(১৭) ৪. রফি বড়ুয়া(২১) ৫. সায়েম (১২), ৬.সায়েম ইউসুফ (১৪), ৭. মুনতাহা(১১), ৮. নাফি (১০), ৯. মেহেরিন(১২), ১০.আয়মান(১০), ১১. জায়েনা (১৩), ১২.ইমন(১৭), ১৩. রোহান(১৪), ১৪.আবিদ(০৯), ১৫.আশরাফ(৩৭), ১৬.ইউশা(১১), ১৭.পায়েল(১২) ১৮.আলবেরা (১০), ১৯.তাসমিয়া(১৫), ২০.মাহিয়া (১৩), ২১.অয়ন(১৪), ২২.ফয়াজ(১৪), ২৩.মাসুমা(৩৮), ২৪. মাহাতা(১৪), ২৫.শামীম (১৭), ২৬.জাকির(৫৫), ২৭.নিলয়(১৪), ২৮.সামিয়া( ১৪), ২৯. আরিয়ান (১২) ৩০. তৌফিক (১৩), ৩১. নূসরাত (১৩), ৩২.তানভীর আহমেদ(১৩) (নিহত) ঢাকা মেডিকেলে দগ্ধ চারজন: তারা হলেন- রাইয়ান (১৪), জুনায়েদ (১১) (নিহত), জারিফ(১২), সবুজা বেগম (৪০)

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ