রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়িতে সাপের কামড়ে শুকুর আলী (৫৫) নামের এক হাজীর মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি উপজেলার হাড়োখালি গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১ টার সময় সাপের কামড়ে মৃত্যুর ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা হাফিজুর।
স্থনীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে শুকুর আলীর স্ত্রী তাদের বাড়ির মধ্যে হাঁস-মুরগীর ছোট খুপড়ি ঘরের মুখ বন্ধ করতে গিয়ে সেখানে বিষধর গোখরা সাপ দেখতে পায়। পরে তার স্বামী সেখানে সাপটিকে মারতে যায়। এবং বাড়িতে থাকা ভারি লাঠি দিয়ে শুকুর আলী সাপটিকে আঘাত করেন। সেসময় ওই শুকুর আলীকে অজান্তে হাতে কামড় দেয়। সাপে কামড়ালেও সে বুঝে উঠতে পারেনি। পরে যখন শরীরের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয় সে সময় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে তার ভাতিজা হাফিজুর রহমান বলেন, গতকাল রাত ১১ টার সময় আমার চাচার বাসায় চাচী সাপ দেখতে পেয়ে চাচাকে খবর দিলে চাচা সাপ মারতে যায়। তখন সাপ উল্টো চাচার হাতে কামড় দিলে চাচা বুঝতে পারে না। চাচা যখন অসুস্থ হয়ে পড়ে ঠিক তখন আমরা সবাই বুঝতে পেরে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে ডাক্তার বলে দেয় চাচা মারা গেছে।
সাপে কেটে মারা যাওয়া শুকুর আলীর আরো কয়েকজন আত্মীয়-স্বজন বলেন, লোকটা অনেক ভালো ছিল, কালকেও এশার নামাজ পড়েছে অনেকের সাথে। এভাবে মারা যাবে আমরা কেউ ভাবতে পারেনি।