1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পুঠিয়ায় জামায়াতের বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৩৪:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৭:৪৫:৫০ অপরাহ্ন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পুঠিয়ায়  জামায়াতের বিজয় র‍্যালি ছবি: দৈনিক সোনালী রাজশাহী
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী জেলা জামায়াতের বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
 
 মঙ্গলবার বিকের সাড়ে ৫ টায় রাজশাহীর জেলা জামায়াতের উদ্যোগে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এক বিশাল বিজয় র‌্যালি করা হয়। বিকেলে বের করা বিজয় র‌্যালিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে শুরু করে বানেশ্বর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সে সময় জাতীয় পতাকা ও দলীয় ব্যানার হাতে তারা মিছিল ও সমাবেশে অংশ নেন। সে সময় মিছিলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী 
জিন্দাবাদ জিন্দাবাদ,আল কোরআনের আলো সংসদে জ্বালো, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার জুলাইয়ের ঘোষণাপত্র
দিতে হবে দিয়ে দাও। আমার ভাই কবরে 
খুনি কেন বাহিরে। বিচার চাই বিচার চাই 
গণহত্যার বিচার চাই। ফাঁসি ফাঁসি চাই 
খুনি হাসিনার ফাঁসি চাই, ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না, চাঁদাবাজি সন্ত্রাসী এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।
আপস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। 
দালালী না রাজপথ রাজপথ রাজপথ। 
দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা।
দিল্লির গোলামী মানি না মানবো না।
আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।
দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত।
রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। শহীদের রক্ত বৃথা যেতে দিবো না। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে দিতে হবে। 
 
বক্তারা বলেন, এবার চাঁদাবাজি, ভোট দখল, টেনডার বাজি মেনে নেয়া হবেনা। জুলাই হত্যার একবছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত বিচার সম্পূর্ণ হয়নি৷ আমরা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে অতি দ্রুত বিচার কাজ সম্পূর্ন করার দাবি জানাচ্ছি। 
 
একটা দল রাজাকার আখ্যা দিয়েছিলো, সৈরাচারের করা রাজাকারের লিস্টে ৮০৬০জন, বিএনপি ১০২৪ জন, জামায়াতের ৩৭ জন। আওয়ামিলীগ রাজাকার রাজাকার করে দিল্লিতে পালিয়েছে। আর একটি দল এখন জামায়াতকে রাজাকার বলছে। তাদের সংখ্যা এবার দ্বিতীয়তে। তারা হলেন বিএনপি। তাদের সাবধান করছি৷ 
 
বক্তারা বলেন, যদি তাদের মতো কেউ মোনে করে জোর করে ভোট দখল করবো তবে ভুল করছেন, প্রতিটি ভোট কেন্দ্রে এবার ছাত্রসমাজ এবার সেই স্বপ্ন রুখে দেবে। রাজশাহীতে শহীদ আলী রায়হান, আনজুম, আবু সাঈদ মুগ্ধের হত্যার বিচার দ্রুত শেষ করারও দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ। 
 
পুঠিয়া উপজেলা আমিরের নেতৃত্বে মিছিল ও সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনিত রাজশাহী -০৫ ( পুঠিয়া-দুর্গাপুরের) সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন। জেলা সূরা ও কর্মপরিষদের সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমাদ উল্লাহ, জেলা সূরা ও কর্মপরিষদের সদস্য হাফিজুর রহমান, দুর্গাপুর উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলাম, পুঠিয়া উপজেলার নায়েবে আমির অধ্যক্ষ জেলা সূরা ও কর্মপরিষদের সদস্য, বানেশ্বর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাজুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রব, এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের কর্মৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ