রাজশাহীর গোদাগাড়ীতে মেসার্স সারমিন ট্রেডার্স নামের একটি সার ও কীটনাশক ব্যাবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার বিক্রয় ও মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক রমজান আলীকে ১৫০,০০০ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে ৩৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারসহ আনসার, পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার
বসন্তপুর গোগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড দমদমা এলাকায় উক্ত সার ও কীটনাশকের প্রতিষ্ঠানে
দীর্ঘদিন ধরে ভেজাল সার বিক্রয় ও মজুদ করে আসছিলেন বলে তাদের কাছে অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ প্রতিষ্ঠানের মালিক রমজান আলীকে ১৫০,০০০ লাখ টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ৩৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়"