1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫ , ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:০২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৬:০২:৪১ অপরাহ্ন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
আল-আমিন হোসেন রাজশাহী: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজসহ গোটা দেশ শোকাহত ও ক্ষুব্ধ। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন রাজশাহী প্রেসক্লাব।


শনিবার (৯ আগস্ট) বেলা ১২টার সময় সাহেব বাজার, জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।

” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।”

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থা। এছাড়াও রাজশাহীর সিনিয়র সাংবাদিকরা উক্ত মানববন্ধনে অংশ নেয়।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ