গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২০-০৮-২০২৫ ০৯:২৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৫ ১০:৫৮:০০ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকালে র্যালিটি গোদাগাড়ী বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ডাইংপাড়া গোলচত্বর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর পর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসর শরিফ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র্যালিটি ছিল একসাথে শোভাযাত্রা, ব্যানার, ফেস্টুন এবং শ্লোগানের মাধ্যমে সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে মুখরিত। দলীয় স্লোগান ও জাতীয় পতাকা ধারণ করে র্যালিটি সকলকে একত্রিত করে।
এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান"
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স