1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ , ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে চুরি হওয়া ১১লাখ ৩০ হাজার টাকা ফেরত পেলেন ভুক্তভোগী সেই নারী

নিউজ ডেস্ক:
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:৪৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:৪৭:০৬ অপরাহ্ন
তানোরে চুরি হওয়া ১১লাখ ৩০ হাজার টাকা ফেরত পেলেন ভুক্তভোগী সেই নারী
দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহীর তানোরে সাব রেজিষ্ট্রি অফিসে জমি বিক্রেতা এক নারীর চুরি হওয়া ১১ লাখ, ৩০ হাজার টাকার মধ্যে পুরো টাকাই ফেরৎ পেলেন ভুক্তভোগী সেই নারী।

আদালতের নির্দেশে বুধবার দুপুরে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন সেই নারীকে তার চুরি হওয়া টাকা বুঝিয়ে দিয়েছেন। টাকা ফেরৎ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ওই নারী।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন,গত ২৮ জুলাই তানোর সাব রেজিষ্ট্রি অফিসে জমি বিক্রি করা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার শিরইল মঠপুকুর মহল্লার মৃত রবিউল হকের স্ত্রী মাবিয়া খাতুন (৬৫)'র ১১লাখ ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া (জোতপাড়া) গ্রামের সাইদুর রহমানের পুত্র আরজেদ আলী (৩৪)। ঘটনার পরদিনই চোরকে আটকের পর তার স্বীকারোক্তিতে তার বাড়ির পার্শ্বে মাটি খুড়ে ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে তানোর থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার চোর জেল হাজতে বন্দী রয়েছে। পরবর্তীতে বাকি ৩৫ হাজার টাকা চোর আদালতে জমা দেয়। আদালতের নির্দেশে ভুক্তভোগী ওই নারীকে তার চুরি হওয়া ১১লাখ ৩০ হাজার টাকা ফেরৎ দেয়া হলো বলেও জানান তিনি।

এঘটনায় এলাকা বাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রসংশায় ভাসছেন ওসিসহ পুলিশ সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ