রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করবো: অধিনায়ক র্যাব-৫
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-০৮-২০২৫ ১০:১৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৫ ১০:১৯:১৫ অপরাহ্ন
আল-আমিন হোসেন রাজশাহী : রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টার সময় রাজশাহী র্যাব-৫ এর সদরদপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কর্নেল মাসুদ পারভেজ র্যাব-৫ এর কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেন আমি মনে করি।
প্রেস ইন্টারঅ্যাকশন সভায় সাংবাদিকরা র্যাবের কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণে তাদের কৌশল এবং স্থানীয় সমস্যা সমাধানে র্যাবের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। পরিচালক তাদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
তিনি আরও জানান, র্যাব-৫ জঙ্গিবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে সর্বদা সক্রিয় রয়েছে। সভায় উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, র্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভা শেষে সাংবাদিকরা র্যাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। আজকের এই প্রেস ইন্টারঅ্যাকশন" এর মাধ্যমে সংবাদমাধ্যম ও অন্যান্য পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মানে করেন র্যাব-৫ এর অধিনায়ক কর্নেল মাসুদ পারভেজ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স