মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এনসিপি। বুধবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক জামিরা গ্রামে স্থানীয় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এনসিপির পক্ষ থেকে মোখলেসুর রহমান বিজয় তরুণদের হাতে এই ফুটবল তুলে দেন।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে যুব সমাজকে মাদকের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা। এনসিপি মনে করে, নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরত তরুণদের মনকে সতেজ রাখে এবং তাদের বিপথগামী হওয়ার সম্ভাবনা কমায়।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণ ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে গ্রামের যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের পদক্ষেপ তরুণদের সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।