ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলপুকুর ইউনিয়ন শাখা। ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে ছিল কানায় কানায় পূর্ণ।
বেলপুকুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল টিমের সদস্য জনাব মো: রেজাউর রহমান। প্রধান আলোচকের আসনে ছিলেন রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নূরজ্জামান লিটন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নায়েবে আমির মাও: মো: শহীদুল ইসলাম এবং বেলপুকুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ নুর মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রেজাউর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ছাত্র-জনতা জীবন দিয়েছে সংস্কারের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে সংস্কারের চেয়ে নির্বাচনই প্রধান হয়ে উঠেছে।” তিনি আরও অভিযোগ করেন যে, সরকার ও প্রশাসন একটি বিশেষ দলকে সমর্থন দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। তাই তিনি ‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন’—এই তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন।
প্রধান আলোচক মুহাম্মদ নূরজ্জামান লিটন তার বক্তব্যে জামায়াতের আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী নিরলস কাজ করে যাচ্ছে। আমরা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই।” লিটন দাবি করেন, ৫ আগস্টের পর পরিচালিত বিভিন্ন জনমত জরিপ প্রমাণ করে যে জনগণ জামায়াতের পক্ষে আছে। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনের একমাত্র উপায় হলো একটি ইসলামী আদর্শভিত্তিক কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা। তারা জনগণের কাছে আসন্ন নির্বাচনে সমর্থন চেয়েছেন এবং বিজয়ী হয়ে এই আদর্শ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বেলপুকুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ গোলাম রাব্বানী টিপু এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ নুর মোহাম্মদ।
দৈনিক সোনালী রাজশাহী / হাসান আল মামুন