গোদাগাড়ীর পদ্মা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু, দুজন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৭-০৯-২০২৫ ০১:৩২:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৯-২০২৫ ০১:৩২:১৪ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ হয়েছেন আরও দুজন । শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকার তমালতলা স্নান ঘাটের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা অংশ নিয়েছে।
স্থানীয়রা জানান, আজ সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তাঁর মরদেহ সমাহিত করার জন্য প্রেমতলীর পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি পদ্মার চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে। ২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপুর ১টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।
প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, প্রেমতলী এলাকার তমালতলা স্নান ঘাটের পদ্মা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যুর খবর ও দুইজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স