1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান

নিউজ ডেস্ক
আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১১:৫৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১১:৫৬:০৩ অপরাহ্ন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের উত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি উদাহরণ টেনে বলেন, “একটি ঘর তৈরি করতে হলে অনেক মানুষের শ্রমের প্রয়োজন হয়, কিন্তু সেটি ভাঙতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। এই দেশ আমাদের ঘর, যেটি দীর্ঘ ১৫ বছর ধরে ডাকাতের কবলে ছিল। এখন সেই ডাকাতকে জনগণ বিতাড়িত করেছে।

” তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ বিএনপি যেকোনো স্বৈরশাসককে মোকাবিলা করতে সক্ষম। এজন্য নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সমর্থন পেতে হলে কাজের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। দেশের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি রাষ্ট্র গঠনের জন্য প্রস্তুত বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তরুণ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “উদ্দেশ্যমূলকভাবে চালানো অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।” কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ