শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত পুঠিয়া-দুর্গাপুর আসনের সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান।
পূজা শুরু হওয়ার প্রাক্কালে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সকল নাগরিকের প্রতি মৈত্রী ও সম্প্রীতির আহ্বান জানান।
শুভেচ্ছাবার্তায় যা বললেন
বিএনপি নেতা জিয়াউর রহমান তাঁর বার্তায় বলেন, "দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।"
তিনি আরও বলেন, "আমাদের পুঠিয়া-দুর্গাপুরের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পবিত্র উৎসবের দিনে আমি সৃষ্টিকর্তার কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।"
তিনি পুঠিয়া ও দুর্গাপুরের বিভিন্ন পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং দলের নেতা-কর্মীদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার নির্দেশ দেন।
জিয়াউর রহমান আশা প্রকাশ করেন, এই উৎসব জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জীবনে নতুন আনন্দ ও উদ্দীপনা নিয়ে আসবে।