হার্ট অ্যাটাকে’ জবি ছাত্রদল নেতার মৃত্যু
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৪-১০-২০২৫ ১২:১৯:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১০-২০২৫ ১২:১৯:৩৫ অপরাহ্ন
পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সাথে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় হঠাৎ করে হাসিব অসুস্থ বোধ করেন। তখন তিনি বললেন আমি নিশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। তখন তিনি নিচে পড়ার সময় তাকে পিছন থেকে ধরে ফেলে। সে মুহূর্তে জরুরিভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে ইসিজি করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন, হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হয়, তাতে তার হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে। ‘আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স