1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে নাটোর সায়েন্স শো

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-১০-২০২৫ ০২:১৫:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৫ ০২:১৫:৫৩ পূর্বাহ্ন
রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে নাটোর সায়েন্স শো দৈনিক সোনালী রাজশাহী
 
রাবি প্রতিনিধি:
বিজ্ঞানের প্রচার ও প্রসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে নাটোরের সিংড়ায় ব্যতিক্রমধর্মী সায়েন্স শো ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (৯ই অক্টোবর২০২৫) নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন হয়।
 
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ জাগাতে আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সাড়া ফেলেছে।
 
অনুষ্ঠানে ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’, ‘ফ্লেম টাচ’, ‘ভ্যানিশিং গ্লাস’-এর মতো আকর্ষণীয় ১০টিরও বেশি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শিত হয়। প্রতিটি প্রদর্শনীর পর তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের ও সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন খন্দকার ইমন এবং প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল পুরো আয়োজনটি পরিচালনা করে।
 
প্রতিষ্ঠানের ৩য় থেকে দ্বাদশ শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকের উপস্থিতিতে ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের ও সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন খন্দকার ইমন এবং প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল পুরো আয়োজনটি পরিচালনা করে।
 
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জনাব মাজহারুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন শুধু রাজশাহীতে সীমাবদ্ধ না থেকে সারাদেশে ছড়িয়ে পড়ুক এবং দেশের প্রতিটি শিক্ষার্থী বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক—এই আশা রাখছি।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টিতে সায়েন্স শো ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে ক্লাবের সদস্যরা রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলে সায়েন্স শো প্রদর্শন করেন।
 
উল্লেখ্য, গত ১৯ জুন ২০২৫ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এই ক্লাব সায়েন্স শো ও সোশ্যাল অ্যাওয়ারনেস কর্মশালা পরিচালনা করে।
 
দৈনিক সোনালী রাজশাহী /  আবু বকর সৈকত 

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ