1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কর্মীর বাড়ি থেকে ১১টি বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৭:৪৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:৪৯:২৯ অপরাহ্ন
বিএনপি কর্মীর বাড়ি থেকে ১১টি বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়েছে ১১টি বন্দুক, ২৭টি দা-ছুরি, ৮টি ক্রিকেট স্ট্যাম্প, ১৫টি কার্তুজ, গাঁজা ও বিদেশি মদ।
 
 
গ্রেপ্তার হওয়া বিএনপি কর্মীর নাম মুহাম্মদ কামাল (৫০)। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনায় কামালসহ তাঁর চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
 
 
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
 
র‌্যাব জানায়, ইউপি চেয়ারম্যানের বাড়ির আঙিনা, পুকুরপাড় এবং আলমারিতে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা ছিল। কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি ২০২৩ সালের আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
 
 
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন। স্থানীয় এক প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্ত্রগুলো বাড়িতে লুকিয়ে রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ