দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে বুকে প্রচন্ড ব্যথায় কাতর হয়ে বিষ পানে আত্মহত্যা করেছেন আফাজ উদ্দিন(৬৫) নামে এক বৃদ্ধ।
গত ১ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টার দিকে উপজেলা দেবিপুর নামোপাড়া বিষপানে এই ঘটনা ঘটে। ২ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,আফাজ উদ্দিন দীর্ঘদিন ধরে হাই প্রেসার ও বিভিন্ন রোগে ভুগিতেছিল। ঘটনার দিন প্রচন্ড বুকে ব্যথা কাতর অবস্থায় ঘরে থাকা বিষ পান করেন। ছটফট করিতে থাকে এক পর্যায়ে বারান্দায় বমি করতে থাকলে ভিকটিম এ-র ছেলের বউ সাথী বেগম (৩০) তার শ্বশুর কাছে এগিয়ে গেলে বীষের তীব্র গন্ধ পেয়ে ডাক চিৎকার করতে থাকে। আশেপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা নিরীক্ষা করিয়া দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চিকিৎসাধীন তিনি অবস্থায় মৃত্যুবরণ করেন।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)
আতিকুল ইসলাম জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক সোনালী রাজশাহী/ সোহানুর