1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-১২-২০২৫ ১০:১৭:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১০:১৭:৫০ অপরাহ্ন
রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত ছবি: দৈনিক সোনালী রাজশাহী
 
 
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রামেবির অস্থায়ী কার্যালয়ে সকাল সাড়ে নয়টা জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
 
সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) প্রাঙ্গনের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবদন করা হয়। এরপর বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হাসিবুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার। সভা সঞ্চালনা করেন, সেকশন অফিসার মো. শাহারিয়ার ইসলাম। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, উপ-রেজিস্ট্রার মো. মোফাজ্জল হোসেন, পিও কাম কম্পিউটার  আব্দুস সোবহান প্রমুখ বক্তব্য দেন।
 
আলোচনা সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং  দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
 
এ সময় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ আলী, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মোঃ খাইরুল আলম, সহকারী পরিচালক (চ.দা.) ও পিএস টু ভিসি (অ.দা.) মো. নাজমুল হোসাইনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ