রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে হযরত আলী নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার নোনামাটিয়াল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা সংক্রান্ত মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি শফিকুল ইসলাম।