রাজশাহী দুর্গাপুর অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ২ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) দিনে, রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় কানপাড়া এলাকা থেকে রাজশাহী জেলা ছাত্র লীগের সহ সভাপতি মোঃ শিমুল ইসলাম (৩৪) ও দুর্গাপুর বাজার থেকে ৬ ওয়ার্ড সৈনিক লীগের সদস্য বকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে, নাশকতা পরিকল্পনা অভিযোগে মামলা দায়ের হয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান,অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২ এর আওতায়, নিষিদ্ধ ছাত্রলীগ ও সৈনিক লীগের ২ নেতাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।