কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা পূর্ব কর্তৃক আয়োজিত রাজশাহীর সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বৃত্তি প্রকল্প কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় বানেশ্বর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ফাউন্ডেশনের রাজশাহী জেলা পূর্বের চেয়ারম্যান মোঃ রুবেল আলী।
আরও খবর
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান আব্দুর রব, অফিস সম্পাদক আব্দুল মমিনসহ জেলার বিভিন্ন কেন্দ্রের কেন্দ্রপ্রধানরা।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ১৩৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৫০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৮৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষাক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। ভবিষ্যতে এই বৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল–২০২৫ সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।