আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ২টায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে অধ্যক্ষ নাজমুল হকের সঙ্গে জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
মইনুল হোসেন, নায়েবে আমীর, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির মইনুল হোসেন, জেলা জামায়াত শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামারুজ্জামান,
সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যক্ষ নাজমুল হক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন:
“আমি চারঘাট–বাঘার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলার সার্বিক উন্নতি ঘটাতে চাই। এলাকার মানুষের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে সৎ ও দায়িত্বশীল জনসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং প্রশাসন সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করবে।